Share with your friends

একটা মজার বিষয় হল যে, স্মার্ট ফোন গুলার ভার্সনের নাম গুলা মিস্টি জাতিও খাবারের নাম থেকে নেঔআ হয়েছে। এগুলা হল একেকটার নতুন সংস্করন। যেটা আমরা ভার্সন নামে চিনি। । ।যত এই ভার্সন বা নামে গুলা পরিবর্তন হচ্ছে, তত সুবিধা যোগ হচ্ছে। হানিকাম্ব, জেলিবিন, কিটকাট, ললিপপ, মার্শমালো। ঐগুলা থেকে শেষের ভার্সন এর মোবাইলে বেশি সুবিধা পাঔআ যাবে। । বর্তমান কিটকাট-৪,৪, ললিপপ-৫,১, মার্শমাল-৬,০ এই ভার্সন গুলা বাজারে পাঔআ যাচ্ছে। তবে ৬,০ টা হয়্ত এখন বাজারে আসেনি। আশা করি সহজ ভাবে বুঝতে পারসেন। না পারলে মন্তব্ব করুন। (বাংলিশ লিখেছি।)

Talk Doctor Online in Bissoy App
Call

Android ফোন এর ভার্সন (Jely bean, kitkat, lollipop etc.) গুলো হল বিভিন্ন ফিচার সম্বলিত আপডেট। Android তার যাত্রা শুরু করে Version 1.0(Alpha) দিয়ে। তারপর android ক্রমান্বয়ে নতুন নতুন ফিচার যুক্ত করে একটি একটি করে ভার্সন রিলিজ করতে থাকে এবং এগুলর একটি করে কোডনাম দেয় যেমন ice cream sandwich, jelly bean, kitkat। android এর লেটেস্ট ভার্সন হচ্ছে android 5.0 যার কোডনাম Lollipop । Alpha (1.0) Beta (1.1) Cupcake (1.5) Donut (1.6) Eclair (2.0–2.1) Froyo (2.2–2.2.3) Gingerbread (2.3–2.3.7) Honeycomb (3.0–3.2.6) Ice Cream Sandwich (4.0–4.0.4) Jelly Bean (4.1–4.3.1) KitKat (4.4–4.4.4, 4.4W–4.4W.2) Lollipop (5.0–5.1) Marshmallow (6.0–6.0.1) সূত্রঃ http://en.wikipedia.org/wiki/Android_version_history

Talk Doctor Online in Bissoy App