Call

প্রথমত মূল বই পড়তেই হবে কোনো বিকল্প নেই। মূল বইয়ের সব কিছু ভালো করে পড়তে হবে এবং তা মনে রাখতে হবে।শুধু পড়লেই হবে না।মনোযোগ সহকারে বুঝে পড়তে হবে।মুল বই শেষ হলে নিজেকে যাচাই করার জন্য বিভিন্ন গাইড বইয়ের মডেল প্রশ্ন পরতে পারেন।এতে করে ঐ বিষয়ে কি বা কেমন প্রশ্ন হতে পারে সে বিষয়ে আপনার মাঝে একটু ধারনা চলে আসবে। তবে অবস্যই গাইডের চেয়ে মুল বইকে বেশি গুরুত্ব দিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

৮০% পড়বেন মুল বই আর ২০% পড়বেন গাইড, কারন পরীক্ষায় যে কোন প্রশ্নই আসুক না কেন প্রশ্ন কিন্তু মুল বই থেকেই আসবে |তাই মুল বই বেশি পড়া ছাড়া কোন বিকল্প নাই| আর হুম মনোযোগ সহকারে বুঝে পড়তে হবে,পড়াগুলো মাথায় যেন থাকে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এই দুইটি বই একবারেই নতুন তাই এদের মডেল টেস্ট সংখ্যাও অনেক কম তাই আপনি প্রথমত মূল বইটা ভালো করে পড়বেন। কারণ এইটাতে কোন সৃজনশীল প্রশ্ন নাই শুধু মাত্র বহুনির্বাচনী। আপনি আরো একটু ভালো প্রক্টিস এর জন্য ব্যবহারিক বই থেকে মৌখিক প্রশ্নের প্রশ্নগুলোও পড়তে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ