Cl এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় পদ্বতি নিচে দেওয়া হলো :- ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 । ক্লোরিনের 2 টি আইসোটোপ রয়েছে এবং পর্যাপ্ততার দিক থেকে Cl- (35) ও Cl- (37) - এর শতকরা পরিমাণ যথাক্রমে 75% ও 25% । সুতরাং , আপেক্ষিক পারমাণবিক ভর :- 35×75÷100+37×25÷100=35.5 । ইলেকট্রনের আপেক্ষিক ভর 1টি প্রোটন বা 1টি নিউট্রিনের 1/1840 ভাগের সমান । অর্থাৎ ইলেকট্রনের আপেক্ষিক ভর নেই বললেই চলে তাই বলা যায় ইলেকট্রনের আপেক্ষিক ভর ১/১৮৪০ ।

Talk Doctor Online in Bissoy App