Call

মাইক্রোসফট এক্সেলে কোন নিউমেরিক ডেটাকে টেক্সট ফরমেটে রুপান্তরের জন্য ভিজুয়্যাল বেসিকের কোডের প্রয়োজন পড়ে না। নিউমেরিক ডেটার প্রথমে ' চিহ্নটি বসিয়ে দিল সেটি টেক্সট ফরমেটে রুপান্তর হয়ে যায়। আর একসাথে অনেক ডেটা রুপান্তর করতে চাইলে সেক্ষেত্রে ভিজুয়্যাল বেসিকের কোডের প্রয়োজন পড়ে। আপনার ডেটার রো সংখ্যা এবং কলাম নেম জানান, কোডটি লিখে দিচ্ছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ