Call

ফজরের সুন্নাত, ফরজ সালাতের পরে পরলে হবে কি?    

(ক) ফজরের নামজ জামাতের উদ্দেশ্য যদি আপনি মসজিদে যান এবং গিয়ে দেখেন যে ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছেন কিত্ন  ইমাম সাহেব জামাত শেষ করার আগে আপনি সুন্নতে মোয়াকাদা দুই রাকাত পড়তে পারবেন সে ক্ষেত্রে আপনাকে আগে ২ রাকাত সুন্নত পড়তে হবে তারপর জামাতে শরিক হবেন । আর যদি ভাবেন সুন্নত পড়তে গেলে জামাত শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আগে জামাতে পড়বেন এবং আপনাকে সুয্য উঠার ২৩ মিনিট পর  ফজরের দুই রাকাত বকেয় সুন্নত পড়বেন। (খ) যদি ঘুম থেকে উঠে দেখেন সুয্য উঠার সামান্ন  সময় বাকী  সেক্ষেত্রে আগে ফরজ পড়বেন এবং সুয্য উঠার ২৩ মিনিট পর সুন্নত পড়বেন এটাই হল মাসআলা   
সকল নামাজের কেরাত শুদ্ধ করে পড়া ফরজ,  যদি কেউ না পারেন তবে তার জন্য চেষ্টা করতে হবে কেননা ইসলাম শান্তির ধম
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ