আমাদের মসজিদের ঈমাম সাব খুব দ্রুততার সাথে তারাবিহ সালাত আদায় করে. 20 রাকাত 20 মিনিটের কম সময়ে আদায় করে এমতাবস্থায় তার সাথে সালাত আদায় করলে সালাত হবে কি?
শেয়ার করুন বন্ধুর সাথে

তার পিছে সালাত আদায় করলে সালাত নষ্ট হবে না।তবে ঐ নামাযে বেশি নেকি হবে না।সুতারাং নামাজ ধিরে শুদ্ধতার সাথে পরতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ