Share with your friends
Call

অ্যাম্পিয়ার হলো বিদ্যুৎ প্রবাহের এসআই একক। পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে লম্বভাবে এক সেকেন্ডে এক কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে, উক্ত পরিবাহীতে যে প্রবাহমাত্রার সৃষ্টি হয়, তাকে এক অ্যাম্পিয়ার বলা হয়। এটি দ্বারা তরিৎ প্রবাহ পরিমাপ করা হয়। কিন্তু ওয়াট হলো ক্ষমতার একক। ওয়াট হল সেকেন্ডে ১ জুল কাজ করার সমতুল্য। যেমন বৈদ্যুতিক বাল্বের কষমতা ১০০ ওয়াট বলতে বোঝায়, বাল্বটি প্রতি সেকেন্ডে ১০০ জুল কাজ করে। তাই এটি বেশি হলে বিদ্যুৎ খরচও বেশি হয়।আর ওয়াট কম হলে এটি তুলনামুলক কম বিদ্যুৎ খরচ করে। আশাকরি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App

এ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক সহজ ভাষায় বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা। ধরুন একটা 5 লিটারের বালতিতে সর্বচ্চ 5লিটার পানি ধরবে অাবার 3লিটার রাখলেও সমস্যা নেই। এখন এই 5লিটারই হচ্ছে এ্যাম্পিয়ার। তার মানে যখন 3লিটার পানি রাখবেন তখন খরচ কম হবে কারন 5লিটার থেকে 3লিটার পানির মূ্ল্য কম। ধরুন অাপনার সাউন্ড সিস্টেমের এ্যাডাপটারের ক্ষমতা 5এ্যাম্পিয়ার যেটা ফূল ভলিউমে খরচ হবে কিন্তু অাপনি যদি হাফ ভলিউম দিয়ে গান বাজান তালে হয়ত 3এ্যাম্পিয়ার খরচ হবে । অার ওয়াট মানে বিদ্যুতশক্তির একক।

Talk Doctor Online in Bissoy App