Call

শরীরের বিভিন্ন স্থানে নানা চর্মরোগও সাদা সাদা দাগ সৃষ্টির কারণ হতে পারে। 

শ্বেতি হচ্ছে কালো রঞ্জক প্রস্তুতকারী বহির্ত্বকের মেলানোসাইটের অনুপস্থিতিজনিত চর্মের বর্ণের এক ধরনের অস্বাভাবিকতা, যার কারণে শরীর ও শ্লেষ্মা ঝিল্লির বিভিন্ন স্থানে দুগ্ধ ধবল দাগ সৃষ্টি হয়। তবে সাদা দাগ হলেই যে সেটা শ্বেতি রোগ হবে, তা কিন্তু নয়।

শ্বেতি হচ্ছে কালো রঞ্জক প্রস্তুতকারী বহির্ত্বকের মেলানোসাইটের অনুপস্থিতিজনিত চর্মের বর্ণের এক ধরনের অস্বাভাবিকতা, যার কারণে শরীর ও শ্লেষ্মা ঝিল্লির বিভিন্ন স্থানে দুগ্ধ ধবল দাগ সৃষ্টি হয়। তবে সাদা দাগ হলেই যে সেটা শ্বেতি রোগ হবে, তা কিন্তু নয়। - See more at: http://www.kalerkantho.com/print-edition/doctor-asen/2015/02/16/188288#sthash.2Zk5dRd3.dpuf

যেমন- মরকিয়া, লাইকেন স্কেরোসাস, পিট্রিয়াসিস এলবা, পিট্রিয়াসিস ভার্সিকলর, পিন্টা, কুষ্ঠ রোগ, রাসায়নিক লিউকোডার্মা, এলবিনিজম পিবালডিজম, লিভাস এনেমিকাস ইত্যাদি। 

আপনি খুব দ্রুত একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। 

Talk Doctor Online in Bissoy App

আপনার মুখে মেছতা হয়েছে। অনেকের মুখে দেখা যায় কালো ছোপ ছোপ দাগ যা অনেক ক্ষেত্রেই অস্বস্তিরকারণ। মুখের কালো-সাদা ছোপ ছোপ দাগ, ব্রণ বা মেছতার দাগ চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয়। মুখের এসব কালো দাগ দূর করার সহজ কিছু প্রাকৃিতক উপায় আছে।– দুই চামচ বেসন, এক চিমটে হলুদ গুড়া, এক চামচ চন্দন গুড়া এবং১ চামচ কমলার রস একসঙ্গে মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এবার এটা মুখে, ঘাড়ে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর মুখ ধুয়ে ফালুন।– একটি ছোট আকারের আপেল কেটে এটা মুখে, ঘাড়ে, গলায় লাগিয়ে৪ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।– আপেল ও কমলার খোসা এক সাথে বেটে এর সংগে কাঁচা দুধ, ডিমের সাদা অংশ ও কমলা রস মেশান। এবার মিশ্রনটা ত্বকে ২৫ থেকে ৩০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।– এক চামচ পাকা পেঁপের শাঁস ও এক চামচ শশার রস মুখে মেখে নিন। ত্বক উজ্জ্বল হবে।– একটি ডিম, ২ টেবিল চামচ অলিভ অয়েল, একটি গোটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এটি নখ, গলা, হাত ও ঘাড়ের কালো ছোপে ১৫-২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্রণের দাগ, হাত, ঘাড়ের কালো ছোপ ইত্যাদি দূর হবে।– এক চামচ লেবুর রস ও ১ চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১০-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।– আমরা নানা প্রসাধণীএবং উপকরন ব্যবহার করি এসব দাগ দূর করার জন্য। আজকে আসুন দেখেনিই মুখের দাগ দূর করার ভেষজ কিছু পদ্ধতি।– মুখের কালো ছোপ দূর করতে ১ চা চামচ ধনিয়া পাতার রসের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই উপকার পেতে শুরু করবেন।– যাদের মুখে মেছতার দাগ আছে তারা এক চা চামচ সাদা জিরা গুঁড়া, এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ সরিষা গুঁড়া ও এক চা চামচ আটা মিশিয়ে পেস্ট বানিয়ে মেছতার দাগে লাগান। ২০ মিনিট রেখে ঠান্ডাপানি দিয়ে ধুয়ে ফেলুন।– মুখে যদি ব্রণের দাগ থাকে, তাহলে প্রতিদিন গোলাপজল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন ব্রণের দাগ হালকা হয়ে যাবে।– মুখের ক্লান্তির ছাপ কাটাতে চন্দন বাটা, তুলশি বাটা, গোলাপজল মিশিয়ে গলায় ও মুখে লাগান।

Talk Doctor Online in Bissoy App