Dynamo নামের ম্যজিশিয়ান এর রহস্য কি? তার জাদু কি সত্য,নাকি science? বিস্তারিত pls
Share with your friends
Unknown

Call

Dynamo'র অনেক যাদুই বিজ্ঞান দিয়ে ব্যাখাযোগ্য হলেও অনেকগুলোই আবার বিপরীত। যেমন তার হাতের ইশারায় পুরো লাইটিং শপে আলো জ্বালানো বা নিভানো এটাতে কোনো গোমর থাকতেই পারে, অনুরুপ তার গ্লাসের মাঝখান দিয়ে হাত ঢুকানোর যাদুটা রিভিল হয়ে যাওয়া সম্পর্কে একটা ভিডিও দেখেছিলাম। সেখানে স্পষ্ট গ্লাস ডানে-বামে মুভ করতে দেখা গেছে। এগুলোতে বিজ্ঞান থাকাটা স্বাভাবিক। কিন্তু সবার সামনে দিয়ে হেটে গিয়ে নিজের জামা রেখে তিনি উধাও হয়ে যাওয়াটা বা গোলমরিচকে মাছি বানানোর যাদুটা কি বিজ্ঞান দিয়ে ব্যখা করবেন???? আসলে সব যাদুকরেরই কিছু বিজ্ঞান, গাণিতিক আর তান্ত্রিক জ্ঞান থাকে। এগুলোর সবটাই রহস্য, আর এই রহস্যের কারনেই আমিরা এগুলোকে যাদু বলি। http://images6.fanpop.com/image/photos/36000000/Dynamo-magician-dynamo-36055697-2197-1465.jpg

Talk Doctor Online in Bissoy App
E-Faz

Call

Tricks + Science! যেমন উনার শূণ্যে ভেসে যাওয়ার ম্যাজিকটা দেখেছিলেন? ওখানে আসলে উনি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে নিজের ভাসিয়ে দিয়েছিলেন। তার জামার ভেতর শক্তিশালী ম্যাগনেট ও যুক্ত ছিলো! এভাবে প্রায় প্রত্যেকটাই,

Talk Doctor Online in Bissoy App