দশম শ্রেণীর SCIENCE এর বই গুলো সহ অন্য বাকি বইগুলোর টিক 100% কমন পাওয়ার জন্য যথাযথ করনীয় কি? বিস্তারিত ভাবে বললে উপকৃত হতাম
Share with your friends

বোর্ড বইয়ের বিকল্প নেই। যত পারুন তত মেইন বই পরুন পারলে পুরো বই মুখস্থ করে ফেলুন আর পাশাপাশি পাঞ্জেরি এর টেস্ট পেপার বা মেইড ইজি টা টেস্ট এর পর কিনে পড়ুন।আশা করি কমন পাবেন।

Talk Doctor Online in Bissoy App
AbdulHalim

Call

১০০% কমন পাওয়ার একমাক্র উপায় হলো ব্যাপক অনুশীলন।

বইয়ে কোন কিছু বাদ দিতে পারবেন না,মনে রাখতে হবে কোনটি কম কোনটি বেশি গুরুত্বপূর্ণ নয় সবগুলোই সমান গুরুত্বপূর্ণ কারন পরীক্ষায় আপনি ১০০% কমন চান এবং কোনটি পরীক্ষার প্রশ্নে আসতে পারে তা নির্দিষ্ট নেই।পদারথের সূত্রগুলো,রসায়নের মৌল,জারন-বিজারণ,বিক্রিয়াহুলো বার বার অনুশীলন করুন।গণিতে সূত্রগুলো ভালো করে আয়ত্ব করে নিন।

অন্যসকল বিষয়কে সমান গুরুত্ব দিন।আশা করি কমন পাবেন।

Talk Doctor Online in Bissoy App