শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আস-সালামু-আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লহর জন্য। ছলাত ও সালাম প্রিয় নবী মুহাম্মাদ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ এর উপর। কোন ছলাত বা নামাজের জন্য মৌখিক কোন নিয়তের প্রয়োজন নাই। নিয়ত হচ্ছে অন্তরের এরাদা বা ইচ্ছা পোষন করা। আপনি কোন ছলাত আদায় করবেন এটা আপনার অন্তরের ইচ্ছাটাই পরিপূর্ণ নিয়ত বলে গন্য হবে। আপনি তাহারত বা পবিত্রতা অজর্েেনর পর ছলাতের জন্য দাড়িয়ে আল্লাহু আকবার তাকবির বলে দাড়িয়ে গেলেই আপনার ছলাতের নিয়ত সম্পন্ন হয়ে গেল। ছলাতের তাকবির পাঠের আগে আর কোন কিছু পড়ার প্রয়োজন নাই। কারণ ছলাতের শুরু তাকবীর দিয়ে আর ছলাতের শেষ ছালাম বলার মাধ্যমে। আমাদের সমাজে ছলাতের যে মৌখিক নিয়ত প্রচলিত আছে তা বিদা’আত। এই নিয়ত পাঠে ছলাত/নামাজ ভংগ হয়ে যায়। কারণ আমাদের নবী মুহাম্মাদ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ ও তার সাহাবা আজমাইন রদিআল্লাহু আনহুম রা কখনো এই মৌখিক নিয়ত করেননি। এই নিয়তের কথা কোন হাদিসে আসেনি। কোন ছলাতের জন্যই কোন সুরা পাঠকে নির্দিষ্ঠ করেছেন আল্লহ ও নবী ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ এর পক্ষে কোন হাদিস বা দলিল নাই। অনেক বাইতে বিভিন্ন ছলাতে পাঠের জন্য নির্দিষ্ট সুরার উল্লেখ পাওয়া যায় এটা প্রকৃতপক্ষে পরবর্তীযুগে মানুষের বানানো যা ইসলামকে কঠিন থেকে কঠিনতর করার একটা অপকৌসল। এবং এটা সু-স্পষ্ট বিদ’আত। আওয়াবিন এর ছলাতের হাদিসটি এসেছে ইবনে মাযাতে। তবে হাদিসটি যঈফ। আল্লহ আমাদেরকে জেনে বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন। শির্ক বিদ’আত থেকে মুক্ত রাখুন। হে আল্লহ, উত্তরদাতাকে ক্ষমা করুন, তার দ্বীন ও দুনিয়ার উপকারী ইলমকে বৃদ্ধি করে দিন। আমিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ