Call

আয়াতে কিয়ামত দিবসের কথা বলা হয়েছে ! আয়াতে ফেরাঊন ও মুসা আঃ এর কাহিনী শুনিয়ে সতর্ক করা হয়েছে ! বলা হয়েছে যে যারা মিথ্যারোপ বা অশ্বিকার করবে আল্লাহ তাদের কিয়ামতের দিনে যে কঠোর শাস্তি দিবেন কেউ তা ঠেকাতে পারবে না ! সেদিন ভয়াবহ ও দির্ঘ হওয়ার কারনে বালককে বৃদ্ধে পরিনত করে দিবে ! বাহ্যতঃ এতে কেয়ামতের ভয়াবহতা ও কঠোরতা বিবৃত হয়েছে ! সেদিন এমন ভিতি ও ত্রাস দেখা যাবে বালকও বৃদ্ধ হয়ে যাবে ! কেউ কেউ একে ঊপমা বলেছেন ! কারো মতে এটা বাস্তব সত্য ! দিনটি এত দির্ঘ হবে যে বালক ও বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে ! -- ( তাফসিরে কুরতুবি , রুহুল - মাআনি ) !

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
zakirmusa

Call

73:17 فَکَیۡفَ تَتَّقُوۡنَ اِنۡ کَفَرۡتُمۡ یَوۡمًا یَّجۡعَلُ الۡوِلۡدَانَ شِیۡبَۨا ﴿٭ۖ۱۷﴾  অতএব তোমরা যদি কুফরী কর, তাহলে তোমরা সেদিন কিভাবে আত্মরক্ষা করবে যেদিন কিশোরদেরকে বৃদ্ধে পরিণত করবে। অতএব যদি তোমরা অস্বীকার কর, তাহলে কি করে আত্মরক্ষা করবে সেইদিন, যেদিন কিশোরকে বৃদ্ধে পরিণত করে দেবে। [১] [১] شِيْبٌ হল أَشْيَبٌ এর বহুবচন। কিয়ামতের দিন কিয়ামতের ভয়াবহতায় শিশুরা সত্যিকারেই বৃদ্ধ হয়ে যাবে। অথবা কেবল উপমাস্বরূপ এ রকম বলা হয়েছে। হাদীসেও এসেছে যে, "কিয়ামতের দিন আল্লাহ আদম (আঃ)-কে বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে বের করে নাও। তিনি বলবেন, 'হে আল্লাহ! কেমন করে?' মহান আল্লাহ বলবেন, 'প্রত্যেক হাজার থেকে ৯৯৯ জনকে।' সেই দিন গর্ভবতীর গর্ভস্থ ভ্রূণ খসে পড়বে এবং শিশুরা বৃদ্ধ হয়ে যাবে।" ব্যাপারটা সাহাবায়ে কেরামদের নিকট বড় কঠিন মনে হল এবং তাঁদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তা দেখে রসূল (সাঃ) বললেন, "ইয়া'জূজ-মা'জূজ সম্প্রদায় থেকে ৯৯৯ জন হবে এবং তোমাদের থেকে একজন। আল্লাহর দয়ায় আমি আশা করি, সমস্ত জান্নাতীদের মধ্যে আমরা অর্ধেক হব।" (বুখারী, তাফসীর সূরাতুল হাজ্জ) কুরআন অ্যাপ পেতে : play.google.com/store/apps/details?id=com.ihadis.quran

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ