বিস্ময়ের এই উত্তরটি দেখুন=> http://ans.bissoy.com/167807/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
H.M.Nuralom

Call

আপনি চাইলে চেহারা ফর্সা করার ঘরোয়া কিছু টিপস গ্রহন করতে পারেনঃ ১কলা পেঁপের ফেস প্যাক যা প্রয়োজন- ১ টুকরো পেঁপে ১ টুকরো কলা ১/৪ চাচামচ লেবুর রস -পেঁপে, কলা ভাল করে মিশিয়ে পেষ্ট করে নিনএবার এতে লেবুর রস দিয়ে আবার ভাল করে মেশানপ্যাকটি ত্বকে ভাল করে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করুন১৫ মিনিট পর প্যাক শুকিয়ে গেলে পানি দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলুন যেভাবে কাজ করে পেঁপেতে এক প্রকার এনজাইম আছে যা ত্বকের রঙ উজ্জ্বল করে, দাগ দূর করে থাকেফ্রুট ফেস প্যাক সব ধরনের ত্বকের জন্য উপযোগী হয়ে থাকেতৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল শুয়ে নিতে ত্বককে মসৃন করতেও এই প্যাকের জুড়ি নেই ২বেসন, হলুদ, মধুর ফেইস প্যাক যা প্রয়োজন বেসন হলুদ মধু লেবুর রস ২ চা চামচ বেসন, ১ চা চামচ মধু, ১/৪ চা চামচ হলুদ গুঁড়া, এবং ১/২ চা চামচ লেবুর রস দিয়ে প্যাক তৈরি করে নিনখুব ভাল করে মিশিয়ে নিতে হবে যাতে বেসনের কোন দানা না থাকেএবার মুখ পানি দিয়ে ধুয়ে নিনমুখ শুকানোর পর প্যাকটি লাগিয়ে ফেলুন২০ মিনিট পর প্যাক শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুনসাথে সাথে আপনি পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক যেভাবে কাজ করে বেসনে আছে প্রোটিনআর হলুদ এবং লেবুর রসে আছে স্কিন ব্লিচ করার উপাদানযা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকেমধু ত্বক ময়েশ্চারাইজ করে ভিতর থেকে ত্বকে গ্লো নিয়ে আসেএই প্যাকটিও সব ধরনের ত্বকে কার্যকরীতবে সংবেদনশীল ত্বকের অধিকারীরা লেবুর রসের পরিমাণ কম দেবেন। সুত্রঃ রূপচর্চা বই থেকে সংগৃত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ পরবেন এতে আপনাকে পাচ বার ওযু করতে হবে ফলে মুখের ময়লা দুর হয়ে যাবে।আর আপনি কাচা হলুদ কাচা দুধ এবং ডাল দিয়ে পেষ্ট তৈরি করে গোসলের ১ ঘন্টা পুর্ব লাগাবেন এতে মুখ পরিষ্কার হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ