AbdulHalim

Call

গ্যাসীয় অবস্থায় কোন মৌলের ১.০ মোল বিচ্ছিন্ন পরমানুর প্রতিটির সর্ববহিস্থ স্তর থেকে একটি করে ১.০ মোল ইলেকট্রন অসীম দূরত্বে অপসারন করে পরমানুকে ধত্বক আয়নে পরিনত করতে যে পরিমান শক্তির প্রয়োজন তাকে আয়নিককরণ শক্তি বলে। বিঃদ্রঃ একই সাথে কয়েকটি প্রশ্ন না করাই শ্রেয়৤

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমানু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ধনাত্মক আয়নে পরিনত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সে মৌলের আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি মৌলের সক্রিয়তার সমানুপাতিক, সক্রিয়তা বাড়লে আয়নীকরণ শক্তির মান বাড়ে আর সক্রিয়তা কমলে আয়নীকরণ শক্তিও কমে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ