আইফোন সর্ম্পকে বিস্তারিত জানতে=> https://bn.m.wikipedia.org/wiki/আইফোন Portable Document Format (PDF). Gross domestic product (GDP)

Talk Doctor Online in Bissoy App
AbdulHalim

Call

আইফোন এতো জনপ্রিয় হওয়ার কয়েকটি কারণঃ ১) হার্ডওয়্যার এবং সফটওয়্যার – দুটোই এ্যাপলের বানানো। প্রসেসর থেকে শুরু করে র্যাম, বডি, ক্যামেরা সবকিছু। তবে গত কয়েক বছর ধরে চায়নায় যে আইফোনগুলো বিক্রি হচ্ছে, সেগুলো অবশ্য চাইনিজ লোকাল কাচাঁমাল দিয়ে বানানো কিন্তু কোয়ালিটি ভেরিফিকেশন করে আমেরিকার আপেল টিম। আর অপারেটিং সিস্টেম শতভাগ আপেলের ইন হাউস ডেভেলেপমেন্ট। এ্যাপল তাদের প্রডাক্ট বানানোর জন্য কারো ধার ধারে না। শুধু ম্যাকে ইন্টেলের প্রসেসর ইউজ করা হয়। তাও ২০০৬ সাল থেকে মানে এর আগের মেশিনগুলোতে এ্যাপল নিজদের তৈরী প্রসেসরই ব্যবহার করতো। ২) অভূতপূর্ব ডিজাইনঃ এই কথা সবাই জানেন যে, এ্যাপল যে কারনে আজকের অবস্থানে এসেছে তার প্রধান কারন হলো, তার ডিজাইন। এ্যাপেলের হার্ডওয়্যারের ডিজাইন তো বটেই এমনকি আপেলের অপারেটিং সিস্টেমেটরও পরিছন্ন, আধুনিক, বুদ্ধিদীপ্ত, অনবদ্য আর নজরকাড়া নির্মানশৈলী এবং গ্রাফিক্স ইন্টারফেস যে কোন টেকপ্রিয় মানুষকে মুগ্ধ করে ছাড়বে। এ প্রসংগে এ্যাপলের উদ্যোক্তা স্টিভ জবসের একটা বিখ্যাত কোটেশন প্রনিধানযোগ্যঃ "Everybody thinks that the design is actually how it looks, but if you think deeper, you'd realize that the design is actually how it works!" ৩) নিরাপত্তাঃ এ্যাপলের কোন ডিভাইস ভাইরাসে আক্রান্ত হয় না। হ্যাক করতেও হ্যাকারদের কালঘাম ছুটে যায়। [আইফোন জেলব্রেইকিং এক ধরনের হ্যাকিং। মানে আইফোন যেটা ইউজ করতে বানানো হয়নি বা করা উচিত না বা করাটা অবৈধ, সেটাই জোর করে আইফোন দিয়ে করানোর নামই হচ্ছে জেলব্রেকিং। জেলব্রেকিং এর অনেক ধরনের সীমাবদ্ধতা ও সমস্যা রয়েছে যেমন ওএস আপডেট দেবার সময় অনেক সময় ঝামেলা করে এবং আইক্লাউডের মতো ট্রাকিং সার্ভিসগুলোর সাহায্য নেয়া যায় না। মানে জেলব্রেকিং করা আইফোন হারিয়ে গেলে সেটা আপনি গুগলম্যাপ থেকে খুজেঁ পাবেন না, পেলেও ফ্যাক্টরি রিসেট করতে পারবেন না। আর সেটা করা না গেলে, আপনার হারানো আইফোন খুজেঁ পাবার সম্ভবনা শূন্য। PDF এর পূর্ণরুপ portable document formate, GDP এর পূর্ণরুপ Gross Domestic Product.

Talk Doctor Online in Bissoy App