ইমাম আবু হানাফির জন্ম ও মিত্যৃ ৮০ -১৫০ হিজরি। আর ১ম সহী বুখারি রচনা হল ২৫৬ হিজরি। আবার মুন্তাখাবুল কূদুরি বা হানাফি মাজহাবের বই রচনা হল, ৪২৮ হিজরিতে। আমার প্রশ্ন হল, হানাফি রঃ তার বই তিনি না লিখে তার মৃত্যুর ২২৮ হিজরি পরে অন্য জনে লিখার কারন কি? যার সাথে তার দেখা সাক্ষাৎ কিছুই নাই।
শেয়ার করুন বন্ধুর সাথে
ArobHossain

Call

কারণ তখন গ্রন্থাকারে হাদীস ও মাসায়েল লিখার প্রচলন ছিল না। ইমাম আবু হানিফার(রঃ) জীবিতকালে তার প্রদত্ত মাসয়ালা বা ফতোয়া তার ছাত্ররা নোট করতেন। যদিও ইমাম আবু হানিফা (রঃ) তা লিখতে নিরৎসাহিত করতেন। পরবর্তীতে ৪২৮ হিজরীতে ইমাম কুদুরী (রঃ) সবগুলো খন্ডিত আকারে নোট এবং তার ছাত্রদের মন্তব্যসহ মুন্তাখাবুল কুদুরি নামে পরিপূর্ণ মাসয়ালার কিতাব রচনা করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ