ধাতু ভাঙা অবস্থায় কি যৌন মিলন করা ঠিক হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আস-সালামু-আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লহর জন্য। ছলাত ও সালাম প্রিয় নবী মুহাম্মাদ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ এর উপর বর্ষিত হউক। এটাকে বলে লিউকোরিয়া বা সাদাশ্রাব নির্গমন রোগ। এটা বিভিন্ন কারনে হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হল যোনী অভ্যন্তরে ক্ষত এবং পানি প্রয়োজনের তুলনায় কম পান করা। এছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে। অনেক সময় মেয়েরা কৃত্রিম উপায়ে স্ব-মোহন বা হস্তমৈথন করার ফলে যোনী অভ্যন্তরে ক্ষতের সৃষ্টি হয়েও হতে পারে। মুক্তির উপায়:- ১। পর্যাপ্ত পরিমানে পানি পান করতে হবে। ২। স্বাস্থ্যসম্মত পরিস্কার জীবন-যাপন করতে হবে। ৩। যথাযত হিকিৎসা করাতে হবে। ৪। কৃত্রিম উপায়ে স্ব-মোহন বা হস্তমৈথন করার অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে। ৫। মল-মূত্র ত্যাগের পর যোনীদ্বার পরিস্কার কাপর বা টিস্যু দিয়ে মুছে ফেলতে হবে। লিউকোরিয়া বা সাদাশ্রাবের জন্য হোমিওপ্যাথিতে খুব ভাল চিকিৎসা আছে। আপনার নিকটস্থ ভাল ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দেখান সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। হে আল্লহ, উত্তরদাতাকে ক্ষমা করুন, তার দ্বীন ও দুনিয়ার উপকারী ইলমকে বৃদ্ধি করে দিন। আমিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ