Call

সকল ফেসবুক গ্রুপ -কে এক ক্লিকেই বিদায় করার টিউটোরিয়াল

  • প্রথমেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে  Facebook Groups Leave All At Once অ্যাডঅন টি ইন্সটল থাকা অবস্থায় ফেসবুক ভিজিট করতে হবে।
  • ব্রাউজারের উপরদিকে ডান কোনায় ঐ ইন্সটল দেয়া অ্যাড অন টির একটি আইকন দেখতে পাবেন। আইকনটিতে ক্লিক করুন।
  • এবার Leave All Groups Except The One Iam Admin In এই লেখাটা বা অপশনটায় ক্লিক করুন
  • এখন I AGREE, Leave Me From All Groups অপশনে ক্লিক করুন।
  • ব্যাস, সব গ্রুপ Leave করার মিশন শুরু হয়ে গেছে। বসে বসে সেটাই দেখুন। কিছুক্ষনের মাঝেই আপনি অটোমেটিকভাবে বের হয়ে আসবেন সব ফেসবুক গ্রুপ থেকে। শুধু নিস্তার পাবে আপনার নিজের গ্রুপগুলো। মানে আপনি যেগুলো গ্রুপের অ্যাডমিন সেগুলো বাদে সব গ্রুপ থেকেই রেহাই পাবেন আপনি।

শুধু নির্দিষ্ট কিছু ফেসবুক গ্রুপ -কে বিদায় করার সহজ টিউটোরিয়াল 

  • আপনি যদি সব গ্রুপকে দোষী সাব্যস্ত করতে না চান তবে সেটাও সম্ভব। এতে বেঁচে যাবে আপনার প্রয়োজনীয় গ্রুপগুলো!
  • এবারেও আগের মতোই ওই অ্যাডঅন থাকা অবস্থায় ফেসবুকে যান।
  • পূর্বের মতোই অ্যাড অনটির আইকনে ক্লিক করুন এবং Custom What Groups I Want To Leave অপশনে ক্লিক করুন।
  • এখন  You Are In A Wrong Page, Click Here To Be Redirect নামের অপশনে ক্লিক করুন। এতে আপনাকে গ্রুপ তালিকায় নিয়ে যাওয়া হবে।
  • যে গ্রুপগুলো থেকে আপনি বের হতে চান না সেই গ্রুপগুলো সিলেক্ট করুন
  • তারপর সবশেষে Start বাটনে ক্লিক মারতেই আপনার সিলেক্ট করা গ্রুপগুলো বাদে সব গুলো ডিলেট করা শুরু হবে।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mWMNfzVNo7s

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ