শেয়ার করুন বন্ধুর সাথে

মজার ছবি তোলার মজার পদ্ধতি এটি। প্যান থেকে প্যানোরামিক। স্লো শাটার স্পিড সেট করে ক্যামেরা ঘুরিয়ে ফিরিয়ে ছবি তোলাকে প্যানোরামিক ফটোগ্রাফি বলে। অ্যাপার্চার ৪.৮ অথবা ৫ এবং শাটার স্পিড ১-২ সেকেন্ডে সেট করুন। আইএসও ২০০-৪০০। ফ্ল্যাশ বন্ধ। রাতে নিয়ন আলোর ল্যাম্পপোস্টের নিচে চলে যান। ক্যামেরা বাতির দিকে তাক করে রিলিজ বাটনে ক্লিক করে ক্যামেরা ততক্ষণ ঘোরান (গোল গোল, ডানে- বামে অথবা ওপর-নিচে) যতক্ষণ না শাটার পড়ে। খেয়াল রাখতে হবে ঘোরানোর সময় নিয়নবাতি যেন ফ্রেমের বাইরে না চলে যায়। প্যানোরামিক পদ্ধতিতে অ্যাবস্ট্রাক্টধর্মী মজার সব ছবি পাওয়া যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ