শেয়ার করুন বন্ধুর সাথে

উত্তরটি প্রযোজ্য হবে মাংসপেশীর গভীর ক্ষতের বেলায়। দেহ গহবরে, অর্থাৎ পেট বা বক্ষ গহ্বর, গভীর ক্ষত হলে তেমন কিছু করার থাকেনা। আহত ব্যক্তি যেন নিজে কোনো নড়াচড়া না করেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। নিজে নড়াচড়া যত করবেন ততই রক্তপাত হবে। তাকে শারীরিক ও মানসিকভাবে স্থীর, শান্ত রাখার চেষ্টা করতে হবে। আবার ঘুমিয়ে পড়তেও দেয়া যাবে না। দেহ গহ্বরে পানি বা বরফ ঢুকে গেলে সমূহ বিপদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ