Call
আপনি কি শতভাগ নিশ্চিত যে কামড়ের ফলেই শুধু এমনটি হচ্ছে? লক্ষণ শুনে আমার মনে হচ্ছে মাউথ আলসার (মুখের ভেতর ঘা, জিহ্বায় ঘা)। মাউথ আলসারের অনেক ধরণের চিকিৎসা আছে তবে আপনার উচিত কাউকে দেখানো। 
আমি গত ২৫ বছরের বেশী সময় ধরে সাফার করছি এবং মোটামুটি সব ধরণের চেষ্টাই করেছি। আমারটা যায়নি। অনেক সময় ভিটামিন ব১২ (রিবোফ্লবিন) এর অভাবে হতে পারে। অনেক সময় ওরাল হাইজিন এর কারণে হতে পারে। তবে আপনার উচিত হবে কোন ডাক্তার দেখিয়ে তার পর কোন কিছু খাওয়া/ব্যবহার করা। আমি অনেকগুলো জেল/ অয়ন্টমেন্ট এর কথা বলতে পারতাম কিন্তু বললাম না কারণ এক্ষেত্রে বিশেষজ্ঞ পরামর্শ জরুরী।
Talk Doctor Online in Bissoy App