শেয়ার করুন বন্ধুর সাথে

চুলে পর্যাপ্ত প্রোটিনের অভাব হলে চুল পাকা শুরু করে। চুলের রঙের পিগমেন্ট কোষ চুলের গোড়ায় থেকে প্রতিটি চুলের স্বাভাবিক রঙ বজায় রাখে। কিন্তু মধ্যবয়সে চলে যাবার পর থেকে বয়স বাড়ার সাথে সাথে চুলের পিগমেন্ট কোষগুলো মারা যেতে থাকে এবং একটি একটি করে চুলের রঙ বদলে যেতে থাকে। আর এভাবেই ধীরে ধীরে সমস্ত চুল কালো থেকে ধূসর বা সম্পূর্ণ সাদা রঙ্গে রূপ নেয়। সাধারণত, চুল পাকা বয়স বাড়ার সাথে সম্পর্কিত হলেও অকালে অনেকের চুল পেকে যাবার ঘটনা এখন প্রায়শই ঘটে থাকে। বাবা-মায়ের অকালে চুল পেকে যাবার ইতিহাস থাকলে আপনার চুল অপ্রাপ্তবয়সে পেকে যাবার সম্ভাবনাও ব্যাপক। অনেকে মনে করেন, পাকা চুল গোড়া থেকে তুলে আনলে তা আর গজায় না। মারাত্মক ভুল ধারণা এটি। কারণ, আপনি যে পাকা চুলটি তুলে আনবেন, তার পাশের কালো চুলটি অচিরেই পাকা চুলে পরিণত হবে!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ