শেয়ার করুন বন্ধুর সাথে
Call

১। Fine Reader 6.0 সফ্টওয়্যার দিয়ে খুব সহজেই স্ক্যান করা ফাইল (পিডিএফ/ইমেইজ) এডিট করা যায়। তবে লক্ষ্য রাখতে হবে যেন স্ক্যান পেপার থেকে কোন ময়লা বা দাগ যেন স্ক্যান না হয়ে যায়। দ্রষ্টব্য এই অংশ ইংরেজী ও বাংলা ইউনিকোড এর ক্ষেত্রে প্রযোজ্য। 2। কিছু কিছু স্ক্যানার এর মধ্যেই (Rich Text Format) এর অপশন থাকে। Rich Text Format মাধ্যমে ফাইল স্ক্যান করে খুব সহজেই লেখা এডিট করা যায়। 3। এডোব এক্রোবাট 8.00 বা এর আপডেইট ভার্সন দিয়েও করা যায় তবে 10.0 বা আপডেইট ভার্সন হলে ভালো হয়। এক্ষেত্রে স্ক্যান করা ফাইল (পিডিএফ বা ইমেইজ) এডোব এক্রোবাট দিয়ে ওপেন করে ফাইল থেকে সেভ এজ দিয়ে এম.এস ওয়ার্ড বা টেক্সট ফরমেটে সেভ করলেই হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ