Share with your friends
Call

TDS (Total Dissolved Solid) হলো পানিতে মোট দ্রবীভূত কঠিন পদর্থ। এটা মিনারেল ওয়াটার প্রযুক্তির সাথে জড়িত। অপরদিকে, DI (Distilled water) হলো পুরোপুরি বিশুদ্ধ পানি। পানিকে প্রথমে বাষ্পীভূত করা হয় এবং পরে পরিষ্কার টিউবে কনডেন্স করে DI বা বিশুদ্ধ পানি পাওয়া যায়। সুতরাং, DI ওয়াটার পুরোপুরি কেমিক্যালি পিউর। কিন্তু TDS ওয়াটার কে পুরোপুরি কেমিক্যালি পিউর বলা যায় না।

Talk Doctor Online in Bissoy App