শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অপারেটিং সিস্টেমের উপরেই অনেকাংশে নির্ভর করে কম্পিউটার কতোটা দ্রুত বুটআপ বা চালু হয়ে কাজ করার পর্যায়ে আসে। আর বর্তমানে স্পিডের যুগে সবকিছুতেই দ্রুতগতি না থাকলে ব্যবহারকারীদের যেন চলেই না। তাই তো বহুদিন ধরেই উইন্ডোজের বুটআপ সময় দীর্ঘ হওয়ার কারণে মাইক্রোসফটকে শুনতে হয়েছে নানা সমালোচনা। এবার বোধহয় সমালোচনার পালা শেষ হতে চললো। কেননা, এবার মাত্র কয়েক সেকেন্ডেই বুটআপ হবে উইন্ডোজ ৮। আন্দাজ করুন কত সেকেন্ড লাগবে বুটআপ হতে? হ্যাঁ, ৮ সেকেন্ড। উইন্ডোজ ৮ কেবল ৮ সেকেন্ডেই বুটআপ হবে। অবিশ্বাস্য হলেও এমনটাই জানাচ্ছে মাইক্রোসফট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ