শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জার্মানি এবং মার্কিন বিজ্ঞানীরা ১৯ ফেব্রুয়ারি ঘোষণা দেন, তাঁরা এমন এক কণা আবিষ্কার করেছেন, যা অত্যন্ত ক্ষুদ্র। তাঁরা এই কণার নাম দিয়েছেন ‘কোয়ান্টাম ফোঁটা’ বা ‘ড্রপলেটন’। যুক্তরাষ্ট্রের এক জার্নালে বলা হয়, এই কণার আচরন অনেকটা জলকণার মতো এবং এটি অনেকগুলো ছোট কণার সমন্বয়ে গঠিত। বিজ্ঞানীদের ধারণা, আবিষ্কৃত এই কণা ন্যানোটেকনোলজির উন্নয়ণে প্রভূত ভূমিকা রাখতে পারবে। বিশেষ করে, আলোক-তড়িৎ যন্ত্রাংশ প্রস্তুতে ড্রপলেটন-এর ভূমিকা থাকবে অনন্য। বিজ্ঞানীদের গবেষণায় দেখা যায়, যেখানে আল্ট্রা-ফাস্ট লেজারের নিঃসরন ক্ষমতা সেকেন্ডে ১শ মিলিয়ন, সেখানে ‘কোয়ান্টাম ফোঁটা’র কম্পণ সেকেন্ডে ২ দশমিক ৫ বিলিয়ন। এর দ্বারা এটাই প্রমাণিত হয়, ড্রপলেটন অধিক সুস্থিত কণা। কোয়ান্টাম বিদ্যার তত্ত্ব অনুসারে, একটি ইলেক্ট্রন এবং একটি হোলের মাঝে যে শূন্যস্থান থাকে, সেখানে মূলত শক্তি বিদ্যমান। এখানে একটি ইলেক্ট্রন থাকার কথা থাকলেও তা পাওয়া যায় না। কোয়ান্টাম ফোঁটা মূলত পাঁচটি ইলেক্ট্রন এবং পাঁচটি হোল-এর সমন্বয়ে গঠিত। এর কারণে এই কণার মাঝে খানিকটা তরল পদার্থের বৈশিষ্ট্য বিদ্যমান বলেই বিজ্ঞানীদের দাবি। কোয়ান্টাম বলবিদ্যা পদার্থবিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে আনুবীক্ষণিক পদার্থ এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। এ শাখায় পরমাণুর গঠন নিয়ে আলোচনা করা হয়। কোয়ান্টাম ফোঁটা নিয়ে এ গবেষণায় কলোরাডো বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী স্টিভেন কানডিফ-এর নেতৃত্বে জার্মানি এবং মার্কিন জাতীয় স্ট্যান্ডার্ড এবং টেকনোলজি ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী যৌথভাবে কাজ করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ