শেয়ার করুন বন্ধুর সাথে
DipRoyrand1

Call

‘আনডু সেন্ট মেসেজ’: রাগের মাথায় লেখা মেইল পাঠিয়ে দিয়ে অথবা ভুল করে সেন্ট বাটন জিমেইল ইউজারদের মাথা চাপড়ানোর ঘটনা নতুন নয়। মজার ব্যাপার হচ্ছে জিমেইলে কোনো মেইল সেন্ট হবার পরও ‘আনডু’ করা সম্ভব। এজন্যে প্রথমে জিমেইল অ্যাকাউন্টের ডান দিকের গিয়ার আইকনে ক্লিক করে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে ‘ল্যাবস’ অপশনে গিয়ে স্ক্রল ডাউন করে খুঁজে নিয়ে ‘এনাবল’ করে নিতে হবে ‘আনডু সেন্ড’ ফিচারটি। এটি এনাবল করার পর এর কার্যকারীতাও পরীক্ষা করে নিতে পারেন ব্যবহারকারীরা। জিমেইল যারা একেবারেই নতুন ব্যবহার করছেন তাদের অনেকেই হয়তো জানেন না ‘ল্যাবস’ সম্পর্কে। জিমেইলের সেটিংসের এই অংশ থেকে বিভিন্ন নতুন এবং ক্ষেত্র বিশেষে চমকপ্রদ ফিচার পরীক্ষা করার সুযোগ পান একজন ব্যবহারকারী। তবে ল্যাবস সেকশনের অন্তর্ভূক্ত ফিচারগুলো সাধারনত স্থায়ী কোনো ফিচার হয় না, যে কোনো সময় ফিচারগুলো বন্ধ বা পাল্টে দিতে পারে গুগল। তবে আশার বিষয় হচ্ছে, মেইল আনডু করার ফিচারটি ল্যাবসের অংশ হিসেবে টিকে আছে ৪ বছর ধরে। মেইল পাঠানোর পর পরই জিমেইল পেইজের উপরে চলে আসবে একটি হলুদ বার। যাতে ‘আনডু’ অথবা ‘ভিউ মেসেজ’ অপশনটি থাকবে। মেইল আনডু করতে হলে দ্রুত হলুদ বারটিতে ক্লিক করতে হবে ব্যবহারকারীকে। কারণ, বারটির স্থায়ীত্ব অল্প কয়েক সেকেন্ড।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ