আতর ব্যবহার করলে সিয়ামের ক্ষতি হয় মর্মে ইসলামী শরীয়তে কিছুই পাওয়া যায়না। তবে এ্যালকোহলযুক্ত পারফিউম এর বিষয়টি একটু আলাদা। বর্তমান অধিকাংশ পারফিউম ও স্প্রেতে এ্যালকোহল থাকে। তবে এ্যালকোহলমুক্ত পারফিউমও পাওয়া যায়। তাই পারফিউম বা স্প্রে ব্যবহার করতে চাইলে এ্যালকোহলমুক্তগুলোই কেনার চেষ্টা করবেন। এ্যালকোহলযুক্ত স্প্রে ব্যবহার করা অনুত্তম। যেহেতু এটা নাজায়েয বা নাপাক নয়, তাই সিয়াম অবস্থায় কাপড় বা শরীরে স্প্রে লাগালে সিয়ামের কোন ক্ষতি হবেনা ইনশাআল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ