শেয়ার করুন বন্ধুর সাথে
DipRoyrand1

Call

বারবার মাউসের কার্সার টেনে বাটনে ক্লিক না করে কিবোর্ড থেকেই করা সম্ভব জিমেইলের সিংহভাগ কাজ। কিবোর্ড দিয়ে কাজ সারতে আছে বেশ কিছু শর্টকাটও। তবে এর বেশিরভাগই হয়ত জানা নেই বেশিরভাগ ব্যবহারকারীরই। তাই জিমেইলের কিবোর্ড শর্টকাট নিয়ে আলাদা সাপোর্ট পেইজ চালু রেখেছে গুগল। সাপোর্ট পেইজটি থেকে যেনে নেওয়া যাবে সবগুলো কিবোর্ড শর্টকাট। সাপোর্ট পেইজেটি পাবেন এখানে। তবে শর্টকাটগুলো দেখে নেওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে জিমেইল অ্যাকাউন্টে ঢুকে ‘?’ বাটনটি চেপে নেওয়া। শিফট চেপে ‘?’ চাপলেই পপ-আপ উইন্ডোতে চলে আসবে শর্টকাটগুলো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ