অভ্র কিবোর্ড দিয়ে কিভাবে সুতানি এম জে (sutonnyMJ) ফন্ট লিখবো। আমার ল্যাপটপে উইন্ডোজ 8.1ব্যাবহার করছি। কিছুতেই অভ্র কিবোর্ড দিয়ে সুতানি ফন্টে লিখতেপ পারছিনা। সমাধান কি? আবার বিজয় সফটওয়্যার ইনিস্টল করতে সমস্যা হচ্ছে। মুলত আমি চাই সুতানি ফন্টে বাংলা লিখতে।
Share with your friends

Call

অভ্রো ইউনিকোড বেইজড ফন্ট সাপোর্ট করে। কিন্তু SutonnyMJ ফন্টটি ইউনিকোড ফন্ট নয়। তাই আপনি সাপোর্ট করাতে পারছেন না। আপনি অভ্রোতে কোন কিছু লিখে SutonnyMJ ফন্টে কনভার্ট করতে পারবেন। 

এর জন্য নিচের লিংকটি ব্যাবহার করতে পারেন:
http://converter.parbon.com

এছাড়া আপনি যদি অভ্রোর সর্বশেষ ভার্সন ব্যাবহার করেন, তবে অভ্রো ব্যাবহার করেও কনভার্ট করতে পারবেন। এরজন্য নিচের চিত্রে দেখানো Unicode to Bijoy text converter সুবিধাটি ব্যাবহার করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App