শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জলীয় বাষ্প এবং কার্বন ড্রাই অক্সাইড পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে পৃথিবী কম উত্তপ্ত থাকবে। আবার জলীয় বাষ্প কম থাকলে পৃথিবী বেশি উত্তপ্ত হবে। কার্বন ড্রাই অক্সাইড পরিবেশের অর্ধেক অংশ উত্তপ্ত করে। যদি বায়ুমন্ডল তথা পরিবেশ থেকে সিওটু উধাও হয়ে যায়। তবে পৃথিবী রাতারাতি প্রাণহীন শীতল গ্রহে পরিণত হবে। সিওটু CO2 এবং পানিকে (H2o) একত্রিত করে উহার শক্তি প্রয়োগ করলে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন (O2) উৎপন্ন হয়। যাহা পরিবেশের জন্য বেশ উপকারী। CO2+H2O+শক্তি কার্বোহাইড্রেট+O2 আবার কার্বোহাইড্রেট+O2 যুক্ত হয়ে H20 এবং CO2 গ্যাস উৎপন্ন করে যা পরিবেশের জন্য ক্ষতিকরণ। কার্বোহাইড্রেট+ O2+CO2+H2O+শক্তি কার্বন ড্রাই অক্সাইড (O2) গ্রীন হাউজ গ্যাসের একটি উপাদান (৪৯%)। গ্রীন হাউজ গ্যাস ভূ-পৃষ্ঠে তাপ পড়তে কোন বাধা দেয় না কিন্তু বিকিরিত তাপের সবটুকু মহাশূন্যে চলে যাবার বদলে একাংশ আবহাওয়া মন্ডলে থেকে যায় ফলশ্রুতি পৃথিবীতে ঊষ্ণতার সৃষ্টি হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ