যঈফ এবং জাল হাদীসের মধ্যে পার্থক্য কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
mahfuz08

Call

যঈফঃ যে হাদীসের রাবী কোন হাসান হাদীসের রাবীর গুণসম্পন্ন নন তাঁকে যঈফ হাদীস বলে। রাবীর দুর্বলতার কারণেই হাদীসকে দুর্বল বলা হয়, অন্যথায় নবী করীম (সঃ)-এর কোন কথাই যঈফ নন। জালঃ যেই সব হাদীসের সনদ মিথ্যা এবং কেউ নিজের স্বার্থে ইচ্ছামত হাদীস বর্ণনা করেছে, সেগুলোই জাল হাদীস।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ