শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

ভোল্টেজ রেগুলেটরের আউটপুটে প্রাপ্ত স্থির ডিসিকে লোডের চাহিদানুযায়ী ভিন্ন ভিন্ন ভোল্টেজ রেঞ্জে সেট করার জন্য ভোল্টেজ ডিভাইডার সার্কিট ব্যবহার করা হয়। এক্ষেত্রে কিছু রেজিস্টরকে ভোল্টেজ রেগুলেটরের আউটপুটে সিরিজে যুক্ত করে পর পর দুটি রেজিস্টরের মাঝখান হতে ট্যাপিং বের করা হয়। তবে বর্তমানে এই পদ্ধতির ব্যবহার কমে এসেছে। বর্তমানে সেমিকন্ডাকটর নির্মিত বিভিন্ন রেগুলেটর আইসি ব্যবহৃত হয় যেগুলি একই সাথে রেগুলেটর এবং ভোল্টেজ ডিভাইডার হিসাবে কাজ করে। একটি পটেনশিওমিটারের সাহায্যে রেগুলেটর আইসির বায়াস পরিবর্তন করে আউটপুট ভোল্টেজ পরিবর্তন/নিয়ন্ত্রন করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ