Share with your friends
Call

২ প্রকার। 1. Paid SEO : যে এসইও এর কারণে প্রতি ক্লিকের / ভিজিটরের বিনিময়ে গুগলকে টাকা পরিশোধ করতে হয়। এই এস ই ও এর ফলে সা্ইড খুব তাড়াতাড়ি সাইড গুগল সার্চের প্রথমে চলে আষে। 2. Organic SEO : যে এসইও এর কারণে প্রতি ক্লিকের / ভিজিটরের বিনিময়ে গুগলকে টাকা পরিশোধ করতে করতে হয় না। Organic SEO : আবার দুই প্রকার যথা- 1. On Page Optimization 2. Off Page Optimization. আমরা এখন এসইও এর প্রকারভেদ সম্পর্কে বিশদভাবে আলোচনা করবো । 3. On Page Optimization (অনপেইজ অপটিমাইজেশন): একটি সাইটের ডিজাইন করার সময় কিছু সার্চ ইঞ্জিন করা হয় । যেন, সাইটটি সহজেই সার্চ ইঞ্জিন এ খুজে পায় । এটাই হচ্ছে অনপেইজ অপটিমাইজেশন । অনপেইজ অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন এর সর্বাধিক গুরুত্বপূর্ণ । অনেক দক্ষতার সাথে অনপেইজ অপটিমাইজেশনের কাজ করতে হয় । কেননা, অনপেইজ অপটিমাইজেশন ভুল হলে সেই সাইট টি আর সার্চ ইঞ্জিন এ খুঁজে পাবে না । 2. Off Page Optimization (অফপেইজ অপটিমাইজেশন): অনপেইজ অপটিমাইজেশন এর কাজ মূলত অনপেইজ অপটিমাইজেশনের মতই । ওয়েব সাইট এর ট্রাফিক/ভিজিটর বাড়াতে অফপেইজ অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । অফপেইজ অপটিমাইজেশন আসলে, অনপেইজ অপটিমাইজেশন কে সাহায্য করে । যখন নতুন একটি ওয়েবসাইট তৈরি করা হয় তখন অনপেইজ অপটিমাইজেশন সর্বাধিক গুরুত্বপূর্ণ । আর যখন সাইট টি পুরনো হয়ে যায়, অনপেইজ অপটিমাইজেশন তেমন গুরুত্বপূর্ণ নয় । তখন, অনপেইজ অপটিমাইজেশন ছাড়া এসইও করা অসম্ভব।

Talk Doctor Online in Bissoy App
Call

SEO কী??

SEO – (Search Engine Optimization)

নাম শুনে কি আন্দাজ করতে পারছেন? না পারলে আমি বলছি।

 আপনি যখন গুগল এ কোন কিছু লিখে সার্চ দেন তখন অবশ্যই সার্চ রেজাল্ট এ বিভিন্ন সাইট দেখতে পান। যেমন আপনি যদি civilinf লিখে গুগল এ সার্চ দেন তাহলে প্রথমেই পাবেন civilinf.blogspot.com/  সাইট টি। কিভাবে এই সাইট টি গুগল এর প্রথম পেইজ এ এল? এটি সম্ভব হয়েছে শুধুমাত্র SEO(Search Engine Optimization) এর যথাযথ প্রয়োগের ফলে। এই কাজ টি একটু বুঝলে খুব ই সহজ। এর অনেক টেকনিক আছে।
তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে, SEO করা হয় website এর। মানে SEO এর কাজ করতে হলে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন, আপনি যদি ফ্রীল্যান্সিং এর জন্য SEO শিখতে চান তাহলে আপনি আপনার client এর সাইটের SEO করতে পারবেন। এক্ষেত্রে আপনার নিজের কোন ওয়েবসাইট এর দরকার নেই। তবে কাজ practice করার জন্য আপনি blogger.com থেকে একটি ফ্রী ব্লগ খুলে তা নিয়ে কাজ করতে পারেন।
 -আমাদের এই কোর্স এর মূল উদ্দেশ্য হল SEO শিখে odesk এবং freelancer এ কাজ করে আয় করা।

SEO এর প্রকারভেদ

SEO মূলত দুইটি ভাগে বিভক্ত। যথা।ঃ
.          onpage optimization
.          off page optimization
বিস্তারিত জানতে এই কোর্স এর সাথে দেয়া ভিডিও দেখুন।

তবে onpage optimization এবং off page optimization শুরু করার পূর্বে আপনার সাইটের জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন- আপনার সাইটের জন্য আপনাকে সঠিক কি ওয়ার্ড নির্বাচন করতে হবে। তারপর ওই কি ওয়ার্ড দিয়ে আপনার সাইটে পোস্ট করতে হবে। তারপর যখন আপনার সাইটে মিনিমাম ২০-২৫টি মানসম্মত পোস্ট থাকবে তখন আপনি আপনার সাইটের SEO করার কথা চিন্তা করবেন।


Keyword কী ও এর গুরুত্ব

সাধারন কথায় keyword হল ওই সকল শব্দ যা লিখে কেউ গুগল এ সার্চ দেয়। যেমন আপনার health বিষয়ে সাহায্য দরকার তখন আপনি গুগল এ গিয়ে health tips লিখে সার্চ দিলেন, এখানে এই health tips শব্দ দুইটিই হল কীওয়ার্ড।

তার মানে আপনি যদি আপনার সাইট কে গুগল এ আনতে চান তাহলে আগে আপনাকে আপনার সাইটের জন্য নির্দিষ্ট কীওয়ার্ড নির্বাচন করতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ কাজ। এটি কীভাবে করবেন তা জানতে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখুন।


সাইটের জন্য keyword নির্বাচন করার জন্য কিছু টুল ও টিপস!

আপনি যদি কোন সাইট তৈরি করতে চান তবে আপনাকে অবশ্যই আগে ঠিক করতে হবে যে, আপনি কোন বিষয়ের উপর আপনার সাইট তৈরি করতে চান। প্রত্যেকটি সাইট এই উদ্যেশ্যেই তৈরি হয় যেন সেটি গুগল থেকে প্রতিদিন প্রচুর ভিজিটর আনতে পারে। আর এই জন্য আপনার সাইটের keyword নির্বাচন অতিব গুরুত্বপূর্ণ। এখন কথা হল আপনি আপনার সাইটের জন্য কোন keyword নির্বাচন করবেন? হুম, প্রথমে আপনাকে এমন একটি বিষয় খুজে বের করতে হবে যেটা নিয়ে প্রতিদিন গুগল এ প্রচুর সার্চ দেয়া হয় কিন্তু এই সম্পর্কিত সাইটের সংখ্যা অনেক কম। ফলে খুব সহজেই আপনি আপনার সাইটটিকে গুগল এর প্রথম পেজে নিয়ে আসতে পারবেন।

এই কাজটি করার জন্য আপনাকে একটি চমৎকার টুলবারের সাথে পরিচয় করিয়ে দিব। এটির নাম হল google adword tool bar. এই টুলের সাহায্যে আপনি যে কোন একটি টপিক এর নাম লিখলেই গুগল আপনাকে দেখাবে ওই টপিকটি প্রতি মাসে কতবার গুগলে সার্চ দেয়া হয়, এই সংক্রান্ত সাইটের সংখ্যা কেমন, আপনাকে এদের সাথে টেক্কা দিতে কতটা পরিশ্রম করতে হবে ইত্যাদি। টুল বারটিতে ঢুকতে প্রথমে google এ keyword লিখে সার্চ দেন, ফলে প্রথমে যে result টি দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন। তারপর আপনার গুগল id দিয়ে লগইন করুন, তারপর box এ একটি টপিক লিখুন, তারপর একটি captcha entry করুন, প্রথমবার শুধুমাত্র captcha দিতে হবে পরে আর লাগবে না। এবার enter দিন। এবার দেখুন যাদু। এবার আপনার মন মত keyword খুজে বের করুন।

যে কোন সাইট তৈরির প্রথমেই কি-ওয়ার্ড নির্বাচন করা অতি গুরুত্বপূর্ণ একটি ধাপ। আপনি যখন আপনার বায়ারের কাছ থেকে কাজ নিবেন তখন অবশ্যই আগে যাচাই করে নিন তার কি-ওয়ার্ড টা কি, তার পর ই কেবল কাজ শুরু করবেন।

কি-ওয়ার্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই প্যাক এর ভিডিও টিউটরিয়াল এর ভিডিও গুলো মনোযোগ দিয়ে দেখুন।

বিস্তারিত পড়ুন এখানে ক্লিক করে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি কি এসইও সম্পর্কে জানেন? যদি না হয় তবে এই পোস্টে আমরা আপনাকে এসইও বলতে পারি? পেইজ এসইও এবং পেইজ সিওতে কী?

সুতরাং আসুন এখন এসইও সম্পর্কে কথা বলা যাক।

এসইও কি? 

আপনি যখন আপনার ব্লগ বা ওয়েবসাইটে একটি নতুন পোস্ট লেখেন, তখন আমাদের এতে ট্র্যাফিক আনার 3 টি বিকল্প থাকে।

1. সামাজিক মিডিয়া

আপনার ফেসবুক পৃষ্ঠা, ফেসবুক গ্রুপ বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা যে পোস্টটি লিখেছি তার লিঙ্কটি ভাগ করে আপনি ট্রাফিক আনতে পারেন।

তবে যদি আপনার পৃষ্ঠায় ফলোভার কম থাকে তবে 100 থেকে 200 জন লোক আসবে।

2. অ্যাড চালান

আরেকটি বিকল্প হ'ল আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বিজ্ঞাপন চালিয়ে ট্র্যাফিক পেতে পারেন।

তবে এর ব্যয় আসে।

3 সার্চ ইঞ্জিন

আমাদের পোস্ট থেকে আসা ট্রাফিকের বেশিরভাগই অনুসন্ধান ইঞ্জিন থেকে আসে।

যেমন গুগল, ইয়াহু, বিং ইত্যাদি

এই সমস্ত অনুসন্ধান ইঙ্গিনে, আমাদের পোস্টকে স্থান দেওয়ার প্রক্রিয়াটিকে SEO বলা হয়।

ব্লগস্পটটিতে একটি নিখরচায় ব্লগ তৈরি করে কীভাবে অর্থ উপার্জন করবেন? 2020

SEO এর সংজ্ঞা

SEO হ'ল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। এটি অনুসন্ধান মুক্ত ইঞ্জিনের "বিনামূল্যে," "জৈব," "সম্পাদকীয়" বা "প্রাকৃতিক" অনুসন্ধান ফলাফল থেকে ট্রাফিক প্রাপ্তির প্রক্রিয়া।

এসইও কীভাবে কাজ করে? (এসইও কীভাবে কাজ করে)

বন্ধুরা, যখন আমাদের মনে প্রশ্ন আসে আমরা গুগলে কী করব, এটি অনুসন্ধান করব (বা অন্য কোনও অনুসন্ধান ইঙ্গিনে)। এবং গুগল আমাদের সেই পোস্টগুলির একটি তালিকা দেয় যা সেই প্রশ্নের উত্তর দেয় এবং যখন আমরা সেই বার্তাগুলির মধ্যে একটিতে ক্লাইকে একটি পাই।

উদাহরণ: এসইও কী তা দেখার জন্য আমি গুগলে অনুসন্ধান করেছি।

তাই গুগল কিছু ফলাফল বলবে, এসইও সম্পর্কে সমস্ত উত্তর থাকবে।



কিন্তু বন্ধুরা বা অন্যান্য অনুসন্ধান ইঙ্গিন কীভাবে জানতে পারে যে সেই প্রশ্নের উত্তর একই।

তার জন্য, যে কোনও ব্লগ বা ওয়েবসাইটের মালিক, সে সিও গুগল বা অন্য কোনও অনুসন্ধান ইঙ্গিনকে বলে, যদি কেউ আপনাকে এই প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে আমাদের কাছে সেই প্রশ্নের উত্তর রয়েছে।

এর পরে গুগল বা অন্য কোনও অনুসন্ধান ইঙ্গিন নৌকা সেই পোস্টে যায় এবং তাদের এটি পড়তে হয়। এবং উত্তরটি কীভাবে দেখছেন, অন্য পোস্টের চেয়ে এই পোস্টে কী আলাদা। প্রত্যেকে কিছু পরীক্ষা করার পরে, ফলটিতে তিনি আপনার ব্লগের উত্সকে স্থান দিয়েছেন।

এসইও টাইপ? 

পেইজে এসইও কি? হিন্দিতে এসইও পৃষ্ঠায় কী আছে?

পৃষ্ঠায় seo অর্থাত এসইও এর নিয়ম অনুসারে ওয়েবসাইট বা ব্লগ নির্ধারণ করা বা আমরা যে পোস্টটি লিখছি সেটিতে SEO এর নিয়ম বাস্তবায়ন করা। আপনি যদি কীওয়ার্ডটি ব্যবহার করতে চান তবে সেই পোস্টটিতে চিত্র দিন।

সিও পৃষ্ঠায় নীচে প্রদত্ত জিনিসগুলির যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ।

ওয়েবসাইট গতি

ওয়েবসাইট কাঠামো

ওয়েবসাইট ফ্যাভিকন

♦ মোবাইল বান্ধব ওয়েবসাইট

♦ শিরোনাম ট্যাগ

♦ মেটা বর্ণনা

Word কীওয়ার্ড ডেনসিটি

♦ চিত্র আল্ট ট্যাগ

♦ URL স্ট্রাকচার

 অভ্যন্তরীণ লিঙ্কগুলি

Important গুরুত্বপূর্ণ কীওয়ার্ডটি হাইলাইট করুন

Head শিরোনাম ট্যাগ ব্যবহার করুন

♦ উত্তম পোস্টের দৈর্ঘ্য

♦ গুগল সাইটম্যাপ

Bro ভাঙা লিঙ্কগুলি পরীক্ষা করুন

♦ এসইও ফ্রেন্ডলি ইউআরএল

♦ গুগল অ্যানালিটিক্স

♦ সোশ্যাল মিডিয়া বাটন

♦ HTML পৃষ্ঠার আকার

Page পৃষ্ঠা ক্যাশে সাফ করুন

Security ওয়েবসাইট সুরক্ষা এইচটিটিপিএস ইত্যাদি

পেজ এসইও?

পৃষ্ঠার SEO অর্থাত্ আমাদের ওয়েবসাইট ভাগ করা বা প্রচার করা বা অন্য ওয়েবসাইট বা সামাজিক মিডিয়াতে পোস্ট করা যাতে অনুসন্ধান ইঙ্গিন জানতে পারে যে অন্য কোনও ওয়েবসাইট নেই।

নীচের প্রদত্ত সমস্ত রচনাগুলি SEO এর পৃষ্ঠাতে আসে।

1. সামাজিক নেটওয়ার্কিং সাইট

। ফেসবুক
♦ ফেসবুক পাতা
♦ ফেসবুক গ্রুপ
। টুইটার

2. সামাজিক বুকমার্কিং সাইট

টাম্বলার
♦ Pinterest
♦ ডিগো
Ig খনন
♦ লিংকডিন
♦ রেডডিট
♦ হোঁচট খাওয়া
♦ সুস্বাদু ইত্যাদি

3. গেস্ট পোস্টিং

4.ফর্ম পোস্টিং

5.ব্লগ মন্তব্য

6.ব্লগ ডিরেক্টরি জমা

7. অনুসন্ধান ইঞ্জিন জমা

8. শ্রেণিবদ্ধ জমা দেওয়ার সাইট

9. ভিডিও শেয়ারিং সাইট

10. ফটো শেয়ারিং সাইট

11. প্রশ্ন এবং উত্তর সাইট

Read More: https://aroushtechbd.net/




Talk Doctor Online in Bissoy App