প্রথম আলোচনা করব http://www.seoworkers.com নামক সাইটটি নিয়ে যেখান থেকে খুব সহজেই আপনি সার্চ করে জেনে নিতে পারবেন আপনার ওয়েবসাইট এর SEO ত্রুটিগুলো। এজন্য প্রথমে আপনাকে http://www.seoworkers.com -এ যেতে হবে এবং “Check a page” এই বক্সে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস (http:// সহ) দিন এবং নিচের বক্সের প্রশ্নের উত্তর দিয়ে SUBMIT বাটনে ক্লিক করুন! বেছ এবার দেখে নিন আপনার আপনার ওয়েবসাইট এর SEO এর অবস্থা, কোথায় কি ভুল, কোনটা সঠিক কোনটা বেঠিক সব বুঝে যাবেন। অ ভাল কথা শুধু সাইট নয় এই seoworkers.com এর মাধ্যমে আপনি আলাদা আলাদা ভাবে জেনে নিতে পারবেন প্রতিটি পেজের SEO অবস্থা।

 এবার আসি দ্বিতীয়টিতেঃ দ্বিতীয়ট সাইটটির নাম http://www.namechecklist.com আগেই বলেছি “দ্বিতীয়টির মাধ্যমে আপনার সাইটের বা ডোমেইনের বিপরিতে সোসাল সাইটে কোন কোন লিংক খালি রয়েছে তা দেখে নিতে পারবেন” শুধু যোগ করব এটুকুই যে শুধু দেখে নয় আপনি চাইলে এইখান থেকে বসেই রেজিস্টার ক্লিক করে সরাসরি ফেসবুক থেকে শুরু করে লিঙ্ক-ইন এর আইডি/পেজ খুলতে পারবেন। আর এই ব্যাপারটাও SEO এর জন্য যে খুব গুরুত্তপুর্ন তা

http://davaidavai.com/wp-content/uploads/2012/03/SEO.jpg

হয়ত বা না বললেও চলবে। অর্থাৎ সোশাল সাপোর্ট একটা ওয়েবসাইট এর SEO এর জন মহা গুরুত্তপুর্ন বিষয় তা না বললেও চলবে তবে আর দেরি কেন এখানে ক্লিল করে দেখেনিন http://www.namechecklist.com টা কেমন?

 

Talk Doctor Online in Bissoy App