শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

বতর্মানে ফেসবুকে অনেকের অ্যাকাউন্ট কোন কারণ ছাড়াই ব্লক হচ্ছে। এতে ফেসবুক লক খুলতে ছবি ভ্যারিফিকেশন করতে হয়। যা ৯৯% ক্ষেত্রে হয়না। যদি আপনার অ্যাকাউন্টে এ রকম জটিল পরিস্থিতি থেকে রক্ষা করতে চান তাহলে নিচে ধাপ অনুসারন করুনঃ প্রথমে আপনার ফেসবুকে লগিন করুন, তারপর ১. Settings & privacy এ যান ২. Security এ যান 3. Secure Browsing টা disable a click করেন। ৪. এখানে বেশ কিছু question আছে। আপনার পছন্দ মত কোন প্রশ্ন বাছাই করে তার উত্তর ঠিক করেন। এবার password দিয়ে সেভ করেন। ব্যাস আপনার কাজ শেষ। *তবে আরেকটি উপায়ও কাজটি করা যায়ঃ ১. Settings & privacy এ যান ২. Security এ যান ৩. Trusted Contects এ যান ৪. এখানে আপনার ৩-৫ টি বন্ধুকে add করুন (যারা Trusted friend ) ৫. এবার Password দিয়ে সেভ করেন। আপনার Account a কোন সমস্যা হলে ঐ বন্ধুদের সাহায্য নিয়ে আবার Account ফিরে পাবেন। আশা করি এই পদ্মতিটি অনুসরণ করলে আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হওয়ার মত বিরক্তিকর সমস্যায় পড়তে হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ