Jamiar

Call

 মাসিক নিয়মিতভাবে হোক বা অনিয়মিতভাবে হোক না কেন মাসিকের দিন থেকে আগামী ১৩/১৪ দিন পর প্রটেকশন ব্যতীত ১ বার মিলন করলেও প্রেগন্যান্সি সম্ভাবনা থাকবে।

তবে যেহেতু আপনি ফেমিকন পিল নিয়ে এসেছেন এ পিলে কাজ হবে না। আপনি ইমার্জেন্সি ইমকন পিল নিয়ে আসুন ও মিলনের ৭২ ঘন্টার মধ্যে ১ টি ইমকন পিল খাওয়ান। তাহলে জন্মনিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ।

আসলে এই ফেমিকন পিল হলো স্বল্পমেয়াদী পিল যা মাসিকের ২য় দিন হতে নিয়মিতভাবে খেতে হয় ২১ দিন। অথবা মাসিকের দিনে এই পিল না খেলেও অন্য সময়ে এই পিল খাওয়ালে পিল খাওয়ার ৭ দিন পর মিলন করতে হয় আর এতে কোন সমস্যা নাই। যেহেতু আজ মিলন করে আজ থেকেই এই স্বল্পমেয়াদী পিল নিয়মিতভাবে  খাওয়ান না কেনো   প্রেগন্যান্সি রোধ করা সম্ভব  নাও হতে পারে।  তাই ইমার্জেন্সি পিল নেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ