শেয়ার করুন বন্ধুর সাথে
SaifAlom

Call

ইলেকট্রোড কি? ইহা কত প্রকার ও কি কি? উত্তর: ইলেকট্রোড হচ্ছে একধরনের শলাকা বা দন্ড যাহা আর্ক ওয়েল্ডিং এর সময় হোল্ডার হইতে কার্যবস্তু পর্যন্ত চার্জ বহন করে এবং আর্ক সৃষ্টি করে। ইলেকট্রোড অনেক সময় নিজে গলিয়া জোড়া স্থানে ধাতু সরবরাহ করে। ইহার ব্যাস সাধারণত ১/১৬ হইতে ৩/৮ ইঞ্চি এবং দৈর্ঘ্য ১২ হইতে ১৮ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। ইলেকট্রোডকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় : ক) আবরণ বিহীন ইলেকট্রোড খ) আবরণ যুক্ত ইলেকট্রোড ঘ) কার্বন বা গ্রাফাইট ইলেকট্রোড ঘ) টাংষ্টেন ইলেকট্রোড ইলেকট্রোডের গায়ে আবরণ ব্যবহারের কারণ হল : ১. ওয়েল্ডিং করার সময় আবরন সৃষ্টি করে বাতাসের অক্সিজেন হতে জোড়া স্থানকে রক্ষা করা। ২. ওয়েল্ডিং জোড়াকে ধীরে ধীরে ঠান্ডা করা। ৩. বাতাসের নাইট্রোজেন হইতে জোড়া স্থান রক্ষা করা। ৪. উত্তপ্ত ধাতব কনার বিচ্ছুরন কম করা। ৫. ইলেকট্রোডের কোর ওয়্যারে কোন সংকর উপাদান কম থাকলে তা সরবরাহ করা। ৬. সৃষ্ট আর্ককে স্থীতিশীল করে এবং আর্ককে সংরক্ষণ করে। ৭. সঠিক ভাবে তাপ সঞ্চালনে সহায়তা করা। ৮. ওয়েল্ডিং জোড়কে শক্ত এবং শক্তিশালী করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ