Share with your friends

pH এর মাধ্যমে জানা যায় কোন পদার্থ কি পরিমাণ H+ আয়ন দান করতে পারে। এর মাধ্যমে এসিড ও ক্ষার শনাক্ত করা হয় ।  pH মান অজানা কেমিক্যালের প্রক্ৃতি জানতে, চিকিৎসা ক্ষেত্র সহ নানা কাজে অতি গুরুত্বপূর্ণ।

Talk Doctor Online in Bissoy App
mehedi421

Call

pH হল এমন একটি রাশি, যেটা দ্বারা বোঝা যায় পানি বা অন্য কোন জলীয় দ্রবণ এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ। নিরপেক্ষ হলে pH এর মান হয় ৭, এসিডিক হলে ৭ এর কম, আর ক্ষারীয় হলে ৭ এর বেশি। এসিডের পরিমাণ যত বাড়বে, pH এর মান তত কমে, অন‍্যদিকে ক্ষারের পরিমাণ যত বাড়ে, pH এর মান ও তত বাড়ে। মোটকথা pH এর মান দ্বারা কোন দ্রবণ কতটুকু এসিডিক বা ক্ষারীয় তা নির্ণয় করা যায়।




তথ‍্যসূত্র - বিজ্ঞান বই (১০ম শ্রেণী)
Talk Doctor Online in Bissoy App