Junait

Call

কার্ড রিডার সাধারণত মেমরি কার্ড কে কম্পিউটার /বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করতে ব্যবহার করা হয়।  আপনার মোবাইলে যেমন মেমরি কার্ড লাগিয়ে ব্যবহার  করেন,  এই মেমরি কার্ড সমূহ যদি কম্পিউটার বা অন্য  কোনো ডিভাইসে ব্যবহার করতে হয় তাহলে কার্ডরিডারের সাহায্য নিতে হবে। কার্ড রিডার এর মূল্য ৩০ টাকা থেকে শুরু করে ১০০০+ টাকা  আছে। কম্পিউটারে ডাটা ট্যান্সফার করার জন্য মোটামুটি স্পিড পেতে নূন্যতম  ৮০ টাকা মূল্যের কার্ড রিডার ব্যবহার করতে হবে।

Talk Doctor Online in Bissoy App

কার্ড রিডার একটি ইনপুট ডিভাইস যা কোন স্টোরেজের ডাটা রিড করার কাজে ব্যবহার করা হয়। মনে করুন আপনার একটা (SD)   মেমোরি কার্ড যেটা মোবাইলে লাগানো আছে। সেটা কম্পিউটারে সরাসরি ইনপুট দেওয়া সম্ভব না। এর জন্য কার্ড রিডারে সেটা লোড দিয়ে সেটা Usb পোর্টের মাধ্যমে লোড করা হয়। তারপর সেটা লোডিং সম্পন্ন হলে সেই মেমোরির ডাটা কম্পিউটার থেকে রিড করা যায়।  একাটি মোটামুটি ভাল মানের ব্যবহার উপযোগী কার্ড রিডারের দাম প্রায় ৮০ টাকা মাত্র। USB 3.0 ই পাবেন এই দামে। এছাড়াও আপনি কোয়ালিটি এবং কিছু এক্সট্রা সুবিধা অনুযায়ী আরো বেশি দামের পাবেন। যেমন মাল্টিপোর্টের, USB এর পাশাপাশি OTG সাপোর্টেড। বিভিন্ন স্পেশাল ডিজাইনের। সেসব কার্ড রিডার আপনি ১২০ থেকে শুরু করে ৫০০+ টাকার ও পাবেন। আবার নরমাল কার্ডরিডার গুলি ৩০-৪০ টাকাতেও পাওয়া যায়। যেগুলি খুব ভাল হবে না। তাই কোয়ালটি আর আপনার প্রয়োজন অনুসারে কিনতে হবে। আমার মনে হয় ৮০ টাকার টায় বেস্ট হবে আপনার জন্য।

Talk Doctor Online in Bissoy App