শেয়ার করুন বন্ধুর সাথে

এমনটা হওয়ার প্রধান কারণ হচ্ছেঃ জলবায়ুর পরিবর্তন; এর জন্য সাধারণত মানুষই দায়ী* মানুষের বিভিন্ন কর্মকান্ডের ফলে পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসের পরিমান বাড়ছে* আর গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণে পরিবর্তিত হচ্ছে জলবায়ু* যার ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে এবং দেখা দিচ্ছে নানা ধরণের বিপর্যয়* ডাইনোসর ও অন্যান্য প্রাণীদের মতো মানুষের অস্তিত্তও হুমকির মুখে পড়ছেx তাছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে সময়মতো ঋতু পরিবর্তিত হচ্ছেনা x যার ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন দেখা দিচ্ছে যেমনঃ সময়মতো শীতকাল অথবা গ্রীষ্মকাল না আসা বা শীতকাল দেরীতে আসা অতিরিক্ত গরম পড়া কিংবা অতিরিক্ত ঠান্ডা পড়া ইত্যাদি; আর এই ঋতুর পরিবর্তনের ফলেই প্রশ্নে উল্লেখিত সমস্যাটি দেখা দিচ্ছে* যদি জলবায়ু নিয়ন্ত্রনে না আসে তাহলে ভবিষ্যতে এরকম আরোও সমস্যা দেখা দিবে*

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ