শব্দ দুইটির মধ্যে ইংরেজি বানানে পার্থক্য আছে।

  • 'Stationary' শব্দের অর্থঃ
  1. নিশ্চল।
  2. স্থির।
  3. অনড়।
  4. অচল।
  5. অপরিবর্তনীয়।
  6. নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকা।
  7. স্থানান্তরণীয় নয় এমন।
  8. স্থায়ীভাবে অবস্থিত।
  • 'Stationery' শব্দের অর্থঃ
  1. স্টেশনারি।
  2. স্টেশনারী মালামাল।
  3. লেখার কাগজপত্র ও অন্যান্য সরঞ্জাম। ধন্যবাদ।