শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ছোটবেলায় বিজ্ঞান বইতে হয়তো পড়ে থাকবেন যে নখের মাধ্যমে প্রচুর রোগ আমাদের দেহে বাসা বধার সম্ভাবনা থাকে। তারপরও যদি আপনি শখের বসে নখ বড় করতে চান তাহলে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন সেটা হল চুল, নখ এ জাতীয় শারীরিক উপাদানসমূহ নির্দিষ্ট সময় পর পর কেটে ফেলাই উত্তম। এবং এটাই সভ্য মানুষের জন্য ভাল। একবার ভেবে দেখুন নখ যদি বড় রাখেন আর সেটা যদি কিছুর সাথে লেগে উল্টে যায় তাহলে কিন্তু আপনাকে চড়মভাবে ভুগতে হবে। নখ আঘাত পেয়ে মারা গেলে সেটা আবার নতুন করে উঠবে। কিন্তু একবার যদি আপনার নখ উল্টে গিয়ে উঠে যায় তাহলে ব্যাথা তো পাবেনই সাথে সাথে চিরকালের মত আপনার ঐ নখটি হাড়িয়ে যাবে। তাছাড়া আপনার হাতের নখ কেউ বড় দেখলে আপনার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে। এছাড়াও নখ যদি স্বাভাবিকের চেয়ে বড় হয় তাহলে যে কোন সময় তা অন্য কারো গায়ে আচড় লেগে কেটে যেতে পারে। সোজা কথা হল শারীরিক কিছু ক্ষতির সম্ভাবনা তো আছেই সাথে সাথে সামাজিকভাবেও এটা আপনাকে ভোগাবে। কাজেই আপনার প্রতি পরামর্শ বা অনুরোধ যেটাই বলেন না কেন - নখ প্রতি সপ্তাহে অন্তত একবার কাটবেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যাঁ অব্যশয় স্বাস্থের ক্ষতি হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ