ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে অপারেটিং  সিস্টেম ফ্ল্যাশ না দিয়ে হার্ড রিসেট দেন। এতে ফোনের স্থায়ী ক্ষতি হওয়ার ঝুঁকি  থাকবে না।


হার্ড রিসেটের পদ্ধতি একেক ফোনে একেক রকম। আগে ফোন বন্ধ করে নিবেন। এরপর ফোনের পাওয়ার+ ভলিউম আপ বাটন চেপে কয়েক সেকেন্ড ধরে রাখবেন। ম্যাক্সিমাম ফোনে এভাবেই হয়। আপনার ফোনের মডেলটা বললে আমি সঠিক পদ্ধতি বলে দিতে পারবো। তাছাড়া, ইউটিউবেও সার্চ দিয়ে দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ