Ronu

Call
Virtual private network সংক্ষেপে ভিপিএন এর কাজ আপনাকে অনলাইন এ সুরক্ষা দেয়া। এইটা ১০০% লিগাল। আপনার ফোনের কোনো ক্ষতি হবে না এতে। তেমন কোনো অপকারিতা নেই, শুধু অপকারিতা, কিছু ওয়েবসাইট ভিপিএন ব্যাবহারকারীদের ঢুকতে দেয় না ( এই রকম ওয়েবসাইটের সংখ্যা খুব কম) উপকারিতা গুলো হলঃ 
  1. আপনাকে কেউ হ্যাক করতে পারবে না। আপনার আইপি লোকেশন ট্রাক করতে পারবে না।
  2. পাবলিক নেটওয়ার্কের সুরক্ষা পাবেন। 
  3. ব্লককৃত সাইটে প্রবেশ।
  4. আই পি এড্রেস গোপন থাকে। 
  5. রিজিওনালি সেন্সর করা ভিডিও স্ট্রিম করতে পারবেন।
  6. সকল প্রকার সেন্সরসিপ বাতিল হয়ে যাবে।
ভিপিএন ব্যবহার করলে ফোনের নেট স্পিড এর উপর কিছুটা বাজে প্রভাব পড়ে৷ ফোনের নেট স্পিড কিছুটা কমে যায়। কিছু ভিপিএন Ad free নয় এগুলো বিভিন্ন বিরক্তিকর অ্যাড শো করে।   
কিছু ভিপিএন ফ্রি ডেটা সরবরাহ করে। তবে এগুলোর সংখ্যা খুবই কম বর্তমানে। যে গুলো ফ্রি নেট কানেক্ট করতে পারবেন। এগুলো ব্যবহার না করাই ভালো।
Talk Doctor Online in Bissoy App