শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পাথরকুচি গাছের উপকারিতাসমূহঃ

  • সর্দি দূর করে
  • ঘন ঘন প্রস্রাব সমস্যা সমাধান করে
  • পিত্তথলি পরিষ্কার রাখে
  • বদহজম এবং পেটফাঁপা সমস্যার সমাধান করে
  • ফোরা,ক্ষত সারাতে সাহাজ্য করে
  • গ্যাসটিক আলসারের সমস্যা দূর করে
  • কিডনি পাথর,মূএথলি পরিষ্কার, এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে
  • জন্ডিস,পাইলস,কলেরা,ডায়েরিয়া প্রতিরোধে সাহায্য করে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পাথর কুচি গাছ দিয়ে ঔষধ তৈরি হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রোগ প্রতিরোধে পাথরকুচি অতুলনীয়। পুরনো সর্দিতে পাতার রস গরম করে খেলে উপকার হয়। ছোট বড় সবার মূত্র রোধে পাতার রস খাওয়ানো হয়। খাওয়ার মাত্রা বড়দের বেশি। মূত্রনালির যে কোন সংক্রমণে, রক্তপিত্তে, পেট ফাঁপায়, শিশুদের পেট ব্যথায়, মৃগী রোগীদের পাথরকুচির রস খাওয়ানো হয়। মূত্র পাথর সারিয়ে দিতে সক্ষম পাথরকুচি। এ ছাড়া ব্রণ, ক্ষত ও মাংসপেশী থেঁতলে গেলে, বিষাক্ত পোকায় কামড়ালে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে উপকার পাওয়া যায়। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ