শেয়ার করুন বন্ধুর সাথে
  • প্রাণ হচ্ছে রূহ, দম বা শ্বাসরূপে গৃহীত বায়ু। যেমনঃ
  1. তার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে। অর্থাৎ তার দেহ থেকে রূহ বেরিয়ে গেছে।
  2. তার প্রাণ আটকে গেছে। অর্থাৎ তার দম আটকে গেছে।
  3. তার দেহে প্রাণ নেই। অর্থাৎ তার দেহে শ্বাসরূপে গৃহীত বায়ু/অক্সিজেন নেই।
  • আর জীবন হচ্ছে আয়ু, সময়। যেমনঃ
  1. তার জীবন ফুরিয়ে এসেছে। অর্থাৎ তার আয়ু ফুরিয়ে এসেছে।
  2. আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। অর্থাৎ আমি সারা সময় তোমার সঙ্গে থাকতে চাই। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ