অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা থাকে যে জীবনের কোন পরিক্ষায় তৃতীয় বিভাগ পাওয়া যাবে না । এটা দিয়ে কি বুঝায় ? কোন একটি নির্দিষ্ট বিষয়ের পরীক্ষা না কোন সেমিস্টারের পরিক্ষা নাকি  SSC বা HSC বা Degree বা Honors এগুলোর কোন একটা বোঝায় ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Rahinislam

Call

আপনি যত গুলা পরিক্ষা দিয়েছেন তার মধ্যে রেজাল্ট যানো তৃতীয় শ্রেনীর না হয়। তার মধ্যে ssc, hsc, degree সব পরিক্ষায় তৃতীয় হওয়া যাবে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ