শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কুরবানির গোস্ত দ্বারা ফ্রিজ বা দুধ ক্রয় করা বৈধ নেই। কেননা, তা বিক্রি করার শামিল। কোরবানি দাতার জন্য নিজ কোরবানির কোন কিছু এমনকি হাড়ও বিক্রি করা জায়েজ হবে না। করলে মূল্য সদকা করে দিতে হবে। (বাদায়েউস সানায়েঃ ৪/২২৫, কাযীখানঃ ৩/৩৫৪, ফাতাওয়া হিন্দিয়াঃ ৫/৩০১) অনুরুপ কুরবানির পশুর কোনো অংশ বিনিময় বা পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েয নয়। অতএব চুক্তি-ও সহীহ নয়। আলী (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির চামড়া ছাড়ানোর পারিশ্রমিক হিসেবেও চামড়ার কোনো অংশ প্রদান করতে নিষেধ করেছেন। (সহীহ বুখারীঃ ১৭১৭)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ