শেয়ার করুন বন্ধুর সাথে

যুদ্ধক্ষেত্রের বিশেষ প্রতীক বা সংকেতধ্বনি হলো নাকারা বা দামামা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যুদ্ধক্ষেত্রের বিশেষ প্রতীক বা সংকেতধ্বনি সম্পর্কে হাদিসে পাওয়া যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জিহাদের রাত্রিকালীন হেফাযতের জন্যে বলেছিলেন, রাত্ৰিতে তোমরা আক্রান্ত হলে হা-মীম লা ইউন-সরুনা পড়ে নিও। অর্থাৎ হা-মীম শব্দ দ্বারা দোআ করতে হবে যে, শত্রুরা সফল না হোক। কোন কোন রেওয়ায়েতে হা-মীম লা ইউন-সরুনা (নুন ব্যতিরেকে) বর্ণিত আছে। এর অর্থ এই যে, তোমরা হা-মীম-বললে শত্রুরা সফল হবে না। এ থেকে জানা গেল যে, হা-মীম শক্ৰ থেকে হেফাযতের দুর্গ। মুহাল্লাব ইবনু আবূ সুফরা (রাহঃ) হতে বর্ণিত আছে, তিনি এমন একজনের সূত্রে বর্ণনা করেছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেনঃ যদি রাতের অাঁধারে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করে তাহলে তোমরা এই সংকেত উচ্চারণ করঃ হা-মীম, তারা সাহায্যপ্রাপ্ত হবে না। (সূনান আত তিরমিজীঃ ১৬৮২, আবু দাউদঃ ২৫৭৯)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ